সাহসী কন্ঠ ডেস্ক :একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লা- ০৬ (সদর) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
এরপর পর্যায়ক্রমে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজর মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের,মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার সফিউল আলম বাবুল সহ প্রসাশনের উর্ধতনের কর্মকর্তারা শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা,চিত্রাংন্কন প্রতিযোগীতাসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।