আমিনুল ইসলাম পাভেল...
কুমিল্লা হাউজিং এষ্টেট ৩নং সেকশন নিবাসী পরোপকারী মরহুম এজাজ উদ্দিন আহমেদ-কে গত ৪ ফেব্রুয়ারি রাতে নির্মমভাবে হত্যা করা হয়। চিহ্নিত হত্যাকারীদের উপযুক্ত বিচারের দাবিতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সুশীল সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐসময় মানবন্ধন কারী নিহত এজাজ উদ্দিন আহমেদ ও হত্যাকারী সহ মদতদাতাদের ছবি সম্বলিত পোষ্টার হাতে উপস্থিত হয়। ঐসময় মানবন্ধন কারীরা কুখ্যাত জোড়া খুনের আসামী পলাশ, চিহ্নিত মাদক ব্যবসায়ী ইকবাল, অস্ত্র যোগানদাতা আকাশ, কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আমিনুল ইসলাম দুলাল ও উক্ত হত্যাকান্ডের মদতদাতা জামাই দুলাল-দের উপযুক্ত বিচারের দাবি জানায়।